Thursday, March 21, 2019

প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি (Prostatitis)

প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি (Prostatitis)



রাতে একবার বা দুবার প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়া একটি বিরক্তিকর অবস্থা । অধিকাংশ পুরুষদের জন্য, এই রাতে বাথরুমে যাওয়া প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির প্রথম চিহ্ন হতে পারে। প্রস্টেট একটি সুপারির মতো মাংস পিণ্ড, যা পুরুষের মূত্রথলির সামান্য নীচে অবস্থিত এক টুকরা সুপারির মতো মাংশপিন্ড যার মধ্যে দিয়ে মূত্র নালী প্রবাহমান । এর প্রধান কাজ বীর্যের তরল অংশ তৈরি করে শুক্রাণুর খাদ্যের জোগান দেওয়া।
সাধারণত বৃদ্ধ বয়সেই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি ও মূত্র নালী সঙ্কীর্ণ হয়।
লক্ষণ বা রোগের উপসর্গসমূহঃ-
* ধীরে ধীরে বা বিলম্বিত মূত্রত্যাগ (A weak or slow urinary stream)
* রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ (Need to urinate frequently during the night)
* প্রস্রাব করার পরও প্রস্রাবের থলি খালি না হওয়া (Difficulty in emptying the bladder)
* হঠাৎ প্রস্রাবের খুব চাপ (Strong sudden urge to urinate)
* প্রস্রাবের গতি দুর্বল হওয়া ও মাঝপথে বন্ধ হওয়া (A urinary stream that starts and stops)
* প্রস্রাবের বেগ আটকিয়ে রাখা অসম্ভব হওয়া, কাপড় নষ্ট হয়ে যায়, কিছুতেই ধৈর্য ধরা যায় না (Incontinence)
* প্রস্রাব করার পর মুহূর্তেই প্রস্রাবের চাপ (Returning to urinate again minutes after finishing)

যে সব পরীক্ষা করা হয় তা হলো প্রস্রাবের রুটিন, মাইক্রোসকপিক ও কালচার সেনটিভিটি পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, কে, ইউ, বি এক্সরে-ইউরোফ্লোমেট্রি, সিরাম পি.এস.এ সিসটোমেট্রাগ্রাম বা ইরোডাইনামিক ষ্ট্যাডি, DRE (পায়ুপথে আঙ্গুল দিয়ে প্রস্টেট পরীক্ষা করে প্রস্টেট গ্রন্থির আকার, প্রকৃতি, ধরন এবং কাঠামো সম্পর্কে ধারণা লাভ করা) ইত্যাদি।
চিকিৎসাঃ -
হোমিওপ্যাথিতে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি বা Prostatitis এর ভাল চিকিৎসা আছে ।


Dr. Faridul Islam Shohag 
D.H.M.S (BHB-Dhaka)
P.D.T (Homeopathic Medicine)
M.P.H (Nutrition).
Consultant, Homeopathic Medicine & Nutrition.

No comments:

Post a Comment

ক্যালসিয়াম (Calcium) সমাচার!!

ক্যালসিয়াম সমাচার!! অনেক মানুষ মুড়ির মত যে ওষুধগুলো খায়, তার মধ্যে ক্যালসিয়াম (Calcium) ট্যাবলেট একটি। শরীরে ক্যালসিয়ামের ভূমিকা সুবিস্তৃত। ...