Saturday, December 29, 2018

পলিসিস্টিক ওভারী সিন্ড্রোম Polycystic Ovary Syndrome (PCOS) বা Stein Leventhal Syndrome

পলিসিস্টিক ওভারী সিন্ড্রোম Polycystic Ovary Syndrome (PCOS)
বা Stein Leventhal Syndrome
রোগটি মহিলাদের Hormonal Imbalance এর জন্যই দেখা দেয়। একে Polycystic Ovary Syndrome ছাড়াও Stein Leventhal Syndrome নামেও ডাকা হয়। Hormonal Endocrine Disorder এর কারণে এই রোগটি হয়ে থাকে।
এই রোগটি হলে মহিলাদের ঋতুস্রাবের গোলযোগ এবং বাচ্চা না হওয়া বা Sterility দেখা যায়। PCOS হলে চেহারার পরিবর্তন ও হতে পারে। যদি এই সমস্যার সমাধান না করা যায় তাহলে স্বাস্থ্যের বড় সমস্যা দেখা যায়।

যেমন ---
Type 2 ডায়াবেটিস, হার্টের রোগ, উচ্চ Cholesterol, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন ঝুঁকিতে পরতে পারে।
অনেক নারী ওজন বৃদ্ধি বা স্থুলতায় ভুগতে পারে আবার অনেকে খুব রোগা হয়ে যেতে পারে।
বেশীর ভাগ নারীদের ওভারীতে একাধিক সিষ্ট হয়। এই সিষ্ট ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু Hormonal Imbalance টাই সমস্যা – এটা PCOS এর একটি নির্দেশক লক্ষণ।
দ্রুত রোগনির্ণয় এবং চিকিৎসা করে বিভিন্ন লক্ষণ ও উপসর্গ দূর করতে পারে।
হরমোন রাসায়নিক বার্তা পাঠায় - বৃদ্ধি ও শক্তি উৎপাদনের জন্য, এছাড়াও এক হরমোন অন্য হরমোন Secretion করার জন্য সংকেত পাঠায়।
এ সকল কারণে, PCOS হলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে না, এক হরমোন চেঞ্জ হলে অন্য হরমোন চেঞ্জ হয়ে যায়।

যেমন –
• সাধারণত ওভারীদ্বয় কিছু মাত্রায় Androgens উৎপন্ন করে, সেক্স হরমোনের ভারসাম্য যদি না ঠিক থেকে Androgens উৎপাদন বৃদ্ধি হয় তবে ওভারীতে ডিম্ব উৎপাদন বন্ধ হতে পারে, অতিরিক্ত ব্রন হতে পারে, উচ্চ Testosterone এর ফলে শরীর বা মুখে পুরুষের মত মোটা কাল কাল লোম দেখা দিতে পারে (Hirsutism)।
• শরীরে Insulin এর সমস্যা হয়ে Insulin Resistance হতে পারে। যখন শরীর Insulin ঠিকমত ব্যবহার করতে না পারে তখন Blood Sugar বেড়ে যায়। এভাবেই ডায়াবেটিস দেখা দিতে পারে।
PCOS এর কারণ সম্পূর্ণরূপে বোঝা যায় না, কিন্তু জেনেটিক্স একটা কারণ হতে পারে। আর একারণে তা ফ্যামিলিতে অন্য কারও দেখা যেতে পারে। তাই পরিবার বা বংশের কারও থাকলে অন্যজনের দেখা যায়। যেমন - Irregular Periods/Menstrual Problem বা ডায়াবেটিস।



বাবা বা মায়ের Family থেকে হতে পারে।
কিছু লক্ষণ প্রথমত দেখা দিতে পারে, ধীরে ধীরে আরও কিছু বা প্রচুর লক্ষণ দেখা দিতে পারে। যেমন—
• Acne বা ব্রণ।
• পর্যাপ্ত পরিমাণে ওজন বৃদ্ধি বা ওজন অত্যাধিক কমে যাওয়া।
• মুখে, শরীরে বাড়তি লোম দেখা যাওয়া। কিছু কিছু সময় মহিলাদের মুখে ও শরীরে মোটা এবং কালো কালো লোম দেখা যায়। তাছাড়াও বুক, পেট, পিঠে এবং হাত-পায়ে প্রচুর পরিমাণে মোটা এবং কালো কালো লোম দেখা যায়।
• মাথার চুল পাতলা হয়ে যায় বা টাক দেখা যায়।
• Irregular Periods – কিছু সময় PCOS এ ভোগা নারীদের বৎসরে ৯ বার বা তারও কম মাসিক হতে দেখা যায়। আবার কিছু মহিলাদের ঋতুস্রাব একেবারেই দেখা যায় না। অন্যদিকে অনেকের অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব হয়।
• Fertility Problems or Infertility – অনেক মহিলারা PCOS এর কারণে গর্ভধারণ করতে পারেনা বা বন্ধ্যা হয়ে পরে।
• Depression বা বিষাদগ্রস্থতায় ভোগে।
আমাদের হোমিওপ্যাথিতে পলিসিস্টিক ওভারী সিন্ড্রোম (PCOS) এর সুচিকিৎসা আছে।

Dr. Faridul Islam Shohag 
D.H.M.S (BHB-Dhaka)
P.D.T (Homeopathic Medicine)
M.P.H (Nutrition). 
Consultant, Homeopathic Medicine & Nutrition.

No comments:

Post a Comment

ক্যালসিয়াম (Calcium) সমাচার!!

ক্যালসিয়াম সমাচার!! অনেক মানুষ মুড়ির মত যে ওষুধগুলো খায়, তার মধ্যে ক্যালসিয়াম (Calcium) ট্যাবলেট একটি। শরীরে ক্যালসিয়ামের ভূমিকা সুবিস্তৃত। ...