Friday, May 29, 2015

Sexual Dysfunction !!


Sexual Dysfunction বলতে বিস্তারিত ভাবে বলা যায় – যৌন সঙ্গমের সম্পূর্ণরুপে অক্ষমতা, মূলত যৌন আবেদনে না সাড়া দেওয়া। এটা কিছু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যার জন্যও এটা হতে পারে। উদ্বেগ বা দুশ্চিন্তা থেকেও এ রোগ হতে পারে।
এটা পুরুষ বা নারী উভয় এরই হতে পারে।
Sexual Dysfunction হতে পারে দীর্ঘস্থায়ী এবং সর্বদা উপস্থিত, অর্জিত, পরিস্থিতিগত বা সাধারনভাবেই।
যৌন ক্ষেত্রে স্বাভাবিক সমস্যাগুলো হল----
ক) পুরুষের সমস্যা
১। সঙ্গীর বা নিজের অনিচ্ছা।
২। অতি ধীর গতি সম্পন্ন ইচ্ছা।
৩। ব্যথাদায়ক মেলামেশা বা অনিচ্ছা।
খ) নারীদের সমস্যা----
১। ইচ্ছা শক্তির অভাব বা কম।
২। মেলামেশার সময় উদ্বিগ্ন বা ভয় পাওয়া।
৩। মেলামেশার সময় যোনীর সংবেদনশীলতা, সংকোচনশীলতা।
৪। অনিচ্ছাজনিত বা উত্তেজনার পূর্বেই যৌন মিলনে বাধ্য হওয়া।
পুরুষের Sexual Dysfunction ---
১) Erectile Dysfunction হল পুরুষের অক্ষমতা বা ঠিকমত যৌনাঙ্গের উত্থান না হওয়া বা সোজাকথা Penis ঠিকমত শক্ত না হওয়া।
২) Premature Ejaculation হল তারাতারি বীর্যপাত বা ক্ষনস্থায়ী বা অনিচ্ছা স্বত্বেও স্বাভাবিক সময় এর পূর্বেই বীর্যপাত হওয়া বা প্রস্তুতির পূর্বেই সমাপ্ত।
নারীদের সমস্যা----
মিলনে সাড়া না দেয়া বা অনিচ্ছা, যদিও না ইচ্ছা স্বত্বেও মেলামেশা করতে পারে নারীরা। তারপরও তাদের ইচ্ছা ঠিক থাকলে যোনিপথ পিচ্ছিল থাকে তাই ব্যথা লাগে না বরং আনন্দ পায়। কিন্তু ইচ্ছা না থাকলে তাদের যে পিচ্ছিল পদার্থ বা Vaginal Secretions না হওয়ায় যোনীর সংকোচন, কষ্টকর মিলন এবং মানসিক সমস্যা বা তৃপ্তিদায়ক মিলন হয় না।
কারনতত্ব----
রোগ বা নানা কারনে এটা হতে পারে। রোগগুলো হল—
শারীরিক দুর্বলতা অনিচ্ছা, সঙ্গী পছন্দ না হওয়া, ঘৃণা, অন্য মনস্কতা, দুশ্চিন্তা, দাম্পত্য সমস্যা।
পুরুষদের রোগসহ বিভিন্ন কারন সমূহ---
স্নায়ুবিক দুর্বলতা, Prostate Enlarge, Prostate Infection, Mental Depression, মেলামেশাকে অন্যায় বা পাপবোধ, নারীর প্রতি বিতৃষ্ণা। এবং কিছু কিছু ক্ষেত্রে দ্রুত বীর্যপাতও আতঙ্ক মিলেও সমস্যার সৃষ্টি করে।
নারীদের রোগসহ বিভিন্ন কারন সমূহ---
১) মিলনে পূর্ণ শান্তি না পেতে পেতে যৌন জীবনের প্রতি বিতৃষ্ণা, যা শেষ পর্যন্ত যৌনতা শেষ করে দিতে পারে।
২) সঙ্গীকে পছন্দ না হলে।
৩) বিভিন্ন রোগ সমূহ যেমন Vaginal Infection, Urethritis, Vaginal Tissue পাতলা হতে পারে- সাধারণত Breast Feeding এর সময় এবং Menopause এর সময়। Pelvic রিজনে বেশি ব্যথা হলে যেমন Endometriosis, Pelvic Adhesions, Uterine Abnormalities ইত্যাদি।
৪) মানসিক কারনেও মেলামেশার সময় ব্যথা হতে পারে।
৫) আঘাত এর ফলে ও ব্যথা হতে পারে।
৬) গর্ভধারণের ভয়ের জন্যও হতে পারে।
৬) Hormone জনিত সমস্যার কারনেও হতে পারে।
রোগ নির্ণয়----
অভিজ্ঞ চিকিৎ্সক এর নিকট থেকে পরামর্শ গ্রহন করুন। রোগীর কথা শুনে বা Physical অবস্থা দেখে , Genitals দেখে, Hormone Level পরীক্ষা, Urine পরীক্ষা এবং যদি কোন পরীক্ষার প্রয়োজন পরে তা দেখে চিকিৎ্সক রোগ নির্ণয় করে থাকেন।
চিকিৎ্সা---
আমাদের হোমিওপ্যাথিতে এ রোগের জন্য ভাল চিকিৎ্সা আছে। যা দিতে পারে আপনাকে সুস্থ জীবন, সুন্দর মন, একরাশ ভালবাসা সহ জীবনের মূল প্রাপ্তি।
Dr. Faridul Islam Shohag
D.H.M.S. (Dhaka)
P.D.T. (Homeopathic Medicine)
MPH (Nutrition)
Consultant, Homeopathic Medicine & Nutrition
Cell 01717088016
01822816885

No comments:

Post a Comment

ক্যালসিয়াম (Calcium) সমাচার!!

ক্যালসিয়াম সমাচার!! অনেক মানুষ মুড়ির মত যে ওষুধগুলো খায়, তার মধ্যে ক্যালসিয়াম (Calcium) ট্যাবলেট একটি। শরীরে ক্যালসিয়ামের ভূমিকা সুবিস্তৃত। ...