Monday, June 8, 2015

 
নখ দেখে রোগ চেনা 
 ১। নখ ফ্যাকাসে হলুদ রং এর হলে – হাঁপানি/ যক্ষ্মা/ ফাঙ্গাস জনিত রোগ। 
২। নখ সাদাটে – যকৃতের প্রদাহ/ লিভার সিরোসিস। ৩। নখ ফ্যাকাসে – রক্তস্বল্পতা/ এনিমিয়া। 
৪। নখ নীলচে – হার্ট ফেইলর/ হৃদরোগ/ ফুসফুসের ক্রনিক সমস্যা। 
৫। ধূসর নীল বা বাদামী – অতিরিক্ত লৌহ জমা থাকার জন্য রোগ। হিমোক্রোমাটোসিস। 
৬। নখের আড়াআড়ি সাদা লাইন – কেমোথেরাপি/ সার্জারির পর সংক্রাম রোগ বা Drug reaction কারনে। 
৭। নখ অর্ধেক সাদা ও অর্ধেক স্বাভাবিক – Kidney সমস্যা জনিত রোগ। 
৮। নখ ভঙ্গুর প্রকৃতির – ডিহাইড্রেশান বা পানিশূন্যতা। 
৯। নখের নীচে ছোট কাল ফোঁটা – হার্টের ভাল্ব জনিত সমস্যা। 
১০। গোলাকৃতির নখ হলে – জন্মগত হৃৎযন্ত্রের সমস্যা/ যক্ষ্মা/ ফুসফুসের ক্যান্সার।

No comments:

Post a Comment

ক্যালসিয়াম (Calcium) সমাচার!!

ক্যালসিয়াম সমাচার!! অনেক মানুষ মুড়ির মত যে ওষুধগুলো খায়, তার মধ্যে ক্যালসিয়াম (Calcium) ট্যাবলেট একটি। শরীরে ক্যালসিয়ামের ভূমিকা সুবিস্তৃত। ...