Sunday, March 24, 2019

Pelvic Inflammatory Disease (P.I.D)

Pelvic Inflammatory Disease (P.I.D)
পিআইডি নারীদের যৌনবাহিত গুরুতর রোগগুলির মধ্যে একটি: এটার জন্য জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা নারী প্রজননতন্ত্রের অন্যান্য অংশে মারাক্তক ক্ষতি হতে পারে এবং নারীদের মধ্যে বন্ধ্যাত্বের প্রাথমিক একটি কারণ।
এ রোগের অনেক গুলো কারণের মধ্যে যৌন রোগ যেমন-গণোরিয়া, ক্ল্যামাইডিয়া (Chlamydia) সংক্রমন উল্লেখযোগ্য ৷ স্বামীর যদি যৌন রোগ থাকে তাহলেও হতে পারে৷ শতকরা ৬০-৭০ ভাগ ক্ষেত্রে পি আই ডি যৌন রোগের সঙ্গে সম্পর্ক যুক্ত ৷
• জনন অঙ্গে যক্ষ্মার জীবাণুর সংক্রমণেও পি আই ডি হতে পারে ৷
• মদ্যপান, ড্রাগ আসক্তি, একাধিক যৌন সঙ্গীর কারণে পি আই ডি হয়ে থাকে ৷


অন্যান্য কারণের মধ্যে-
• অল্প বয়সে যৌন জীবন শুরু,
• মাসিকের সময় সহবাস,
• অস্বাস্থ্যকর ও অদক্ষ ভাবে গর্ভপাত করা এবং ডেলিভারি করানো,
• ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে কনডম ব্যবহার না করা,
• স্ত্রী জনন অঙ্গের কোন অপারেশনের পর, লুপ বা কপারটি পরাবার পর এই প্রদাহ হতে পারে ৷
সাধারনত ১৪-২৫ বছর বয়সের মহিলারা পি আই ডিতে বেশি আক্রান্ত হয়৷ অশিক্ষিত, দরিদ্র মহিলাদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি কারণ তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা খুবই কম ৷
রোগের লক্ষণ-
• তলপেটের মারাত্মক প্রদাহ।
• তলপেটে তীব্র ব্যথা হওয়া ৷ এই ব্যথা কোমরে এবং বাহুতে বিস্তার করতে পারে ৷
• তলপেটে ভারি ভারি অনুভব করা
* সহবাসে এবং জরায়ু ও জরায়ু মুখ স্পর্শ করলে প্রচণ্ড ব্যথা অনুভব করা ৷
• অস্বাভাবিক স্রাব হলুদ বা সবুজ রং বা যে একটি অস্বাভাবিক গন্ধ লক্ষ করা যায় ।
• যোনিপথে দুর্গন্ধ যুক্ত সাদাস্রাব বা পুঁজ নির্গত হওয়া
• প্রস্রাব করার সময় ব্যথা, জ্বালা-যন্ত্রণা করতে থাকে ৷
• মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে ৷
• শরীরে সব সময় জ্বর থাকতে পারে ৷
• মাথাব্যথা, বমিভাব, পেটফাঁপা হতে পারে ৷
• খেতে অরুচি এবং স্বাস্থ্য ক্ষীন হয়ে যেতে পারে ৷
পরীক্ষা-
রক্তের রুটিন পরীক্ষা করতে হবে৷ জরায়ু মুখের রস পরীক্ষা করলে গণোরিয়ার জীবাণু পাওয়া যেতে পারে ৷ ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসনোগ্রাম ও ল্যাপারোস্কোপি করলে আরো সঠিক ভাবে রোগ নির্ণয় করা সম্ভব৷ কিছু কিছু সমস্যা আছে যাদের লক্ষণ তলপেটের মারাত্মক প্রদাহের বা পি আই ডির মতো মনে হতে পারে যেমন - একিউট এপেনডিসাইটিস, মূত্র নালীর তীব্র প্রদাহ, জরায়ুর বাইরে গর্ভ ধারন বা এক্টোপিক প্রেগনেন্সি, সেপটিক অ্যাবরশন বা গর্ভপাত ইত্যাদি ৷ এ ক্ষেত্রে দ্রুত পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করতে হবে ৷
চিকিৎসা-
তলপেটের মারাত্মক প্রদাহের বা পি আই ডির লক্ষণ গুলো দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷ তলপেটের মারাত্মক প্রদাহের বা পি আই ডি রোগীর যৌন সঙ্গীর স্বাস্থ্য পরীক্ষা ও যৌন রোগ নির্ণয় করে উপযুক্ত  চিকিৎসা করাতে হবে ৷ যৌন সঙ্গীর সঠিক চিকিৎসা না হলে রোগিণী আবার আক্রান্ত হয়ে পড়বে৷ গর্ভাবস্থায় তলপেটের মারাত্মক প্রদাহ বা পি আই ডি হলে গর্ভবতীকে অবশ্যই  চিকিৎসা করাতে হবে ৷ গর্ভবতীর দ্রুত এবং সঠিক চিকিৎসা না হলে মা ও শিশু নানা রকম জটিলতার শিকার হবে, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে ৷
প্রতিরোধ ব্যবস্থা
তলপেটের মারাত্মক প্রদাহ বা পি আই ডি রোগীর উপযুক্ত চিকিৎসা করা না হলে পরবর্তীতে বন্ধ্যাত্ব এবং অন্যান্য জটিলতা দেখা দেয় ৷ সে জন্য যৌনরোগ গুলির প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিলে পি আই ডি হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস করা সম্ভব ৷ বাচ্চা হওয়ার পর বা গর্ভপাতের পর বিশেষ পরিচ্ছন্নতা দরকার ৷ মাসিকের সময় কাপড় বা ন্যাপকিন যাই ব্যবহার করা হোকনা কেন তা অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে৷ একবার ব্যবহার করা জিনিস কখনই দ্বিতীয় বার ব্যবহার করা যাবেনা ৷ প্রতিবার বাথরুমে যাওয়ার পর যৌনাঙ্গ ভাল করে ধুয়ে ফেলতে হবে৷ ঝুঁকিপূর্ণ সহবাসে কনডম ব্যবহার করতে হবে ৷ মনে রাখতে হবে, কনডম যৌনরোগ প্রতিরোধে সাহায্য করে ৷
হোমিওপ্যাথিতে লক্ষণানুসারে চিকিৎসা করা হয় সকল রোগের । তাই এ রোগেরও লক্ষণানুসারে চিকিৎসা করা হয়।

Dr. Faridul Islam Shohag 
D.H.M.S (BHB-Dhaka)
P.D.T (Homeopathic Medicine)
M.P.H (Nutrition). 
Consultant, Homeopathic Medicine & Nutrition.

No comments:

Post a Comment

ক্যালসিয়াম (Calcium) সমাচার!!

ক্যালসিয়াম সমাচার!! অনেক মানুষ মুড়ির মত যে ওষুধগুলো খায়, তার মধ্যে ক্যালসিয়াম (Calcium) ট্যাবলেট একটি। শরীরে ক্যালসিয়ামের ভূমিকা সুবিস্তৃত। ...